শিলিগুড়ি, ১৬ ডিসেম্বরঃ বাস চলাচলের ক্ষেত্রে একাধিক সমস্যা সহ পুলিশের হয়রানির অভিযোগ তুলে হঠাৎই অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিল শিলিগুড়ির বেসরকারি বাসের মালিক ও চালক সহ বাসের কর্মীরা।যার জেরে ভোগান্তির শিকার আমজনতা।
জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে একটিও বেসরকারি বাস রাস্তায় বের হয়নি।কার্যত এই বাস ধর্মঘটের কারণে সমস্যায় পড়েছে বাসের নিত্যযাত্রীরা।শিলিগুড়ির কোর্টমোড় থেকে প্রতিদিন একাধিক বেসরকারি বাস চলাচল করে।তবে এদিন সকাল থেকে বাসের আশায় দাড়িয়ে থাকতে দেখা যায় বাস যাত্রীদের।
বাসের চালক ও কর্মীরা জানান, বাস চলাচলের ক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে।পাশাপাশি ট্রাফিক হয়রানির শিকার হতে হচ্ছে।যতদিন না আমাদের সমস্যার সমাধান হচ্ছে ততদিন রাস্তায় বাস নামবে না।