আলিপুরদুয়ার, ২৭ মার্চঃ টমেটোর ন্যায্য মূল্য না পেয়ে রাস্তায় টমেটো ফেলে বিক্ষোভ দেখালো চাষীরা।শনিবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়িতে।
চাষীদের অভিযোগ, ফসলের ন্যায্য মুল্য পাচ্ছেন না তারা।প্রায় কয়েকশো চাষী এদিন বিক্ষোভে সামিল হন।বহু টাকা খরচ করে ফসল করেও বাজারে পাইকারি টমেটো মূল্যহীন।বঞ্চনার অভিযোগ তুলেই বিক্ষোভ দেখান তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।অবশেষে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন চাষীরা।এদিকে ঘটনার জেরে কয়েকঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।