শিলিগুড়ি,৮ মেঃ রাস্তায় ঘুরে ঘুরে কখনও বিক্রি করছেন শাক আবার কখনও বা লেবুর চারা।আগে ফুচকা বিক্রি করতেন, এখন ঠেলাগাড়িতে কিছু পরিমান শাক ও কিছু লেবুর চারা নিয়ে বেরিয়ে পড়ছেন ইস্কন রোডের শাস্ত্রীনগরের চন্দন মাহাতো।
লকডাউনের পর থেকে বাড়িতেই বসেছিলেন চন্দন মাহাতো।কোনোরকম সাহায্য পাচ্ছিলেন না তাই বাড়িতে বসে থেকে আর চলছিল না সংসার।তাই দিনকয়েক আগে পেটের টানে শাক ও লেবু চারা নিয়ে বাইরে বেড়িয়ে পড়েছেন।তবে এখনও খুব একটা লাভ হচ্ছে না ব্যবসায়।কারন জিনিসের দাম পাচ্ছেন না ঠিকমত।
পাশাপাশি লকডাউন খুললে আবার পুরনো পেশায় ফিরবেন কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।জানান যেই ব্যাবসায় লাভ থাকবে ভবিষ্যতেও সেই ব্যবসাতেই থাকবেন তিনি।