রাজগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি: রাস্তায় জমে রয়েছে বৃষ্টির জল।সমস্যায় রাজগঞ্জের সাহুডাঙ্গি মোড়ের ব্যবসায়ী ও পথচলতি মানুষ।বিষয়টি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
সাহুডাঙ্গি ও আমবাড়ি হয়ে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি যাতায়াতের এটি বিকল্প রাস্তা।এছাড়া গজলডোবা ভোরের আলোতে ওই রাস্তা দিয়ে যেতে হয়।প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে এই রাস্তা দিয়ে।কিন্তু অল্প বৃষ্টি হলেই সাহুডাঙ্গি মোড়ে পাকা রাস্তায় প্রায় এক হাঁটু জল জমে যায়।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, রাস্তার উপর জল জমে থাকায় গাড়ি চলাচলের সময় জল ছিটকে দোকানে ঢোকে।এছাড়া পথচলতি মানুষ ও ছাত্র-ছাত্রীরা চরম সমস্যায় পড়েন।নিকাশিনালা তৈরি করার জন্য গ্রাম পঞ্চায়েত প্রধানকে লিখিতভাবে জানানো হয়েছে।প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও কিছুই হয়নি।
অন্যদিকে এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান শশীচন্দ্র বর্মণ বলেন, সাহুডাঙ্গি মোড়ে জল জমে থাকায় নিকাশিনালা তৈরি করার পরিকল্পনা রয়েছে।