দার্জিলিং, ৭ মেঃ জন্মু কাশ্মীরের রাজৌরি সেক্টরে জঙ্গি হামলায় শহীদ দার্জিলিঙের বাসিন্দা সিদ্ধান্ত ছেত্রীকে চোখের জলে শেষ বিদায় জানালো পাহাড়বাসী।এদিন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হয় তাঁর।শহীদ সিদ্ধান্ত ছেত্রীকে শেষবারের জন্য দেখতে প্রচুর মানুষ জমায়েত করেন।চোখের জলে শেষ বিদায় জানান তারা।
গত শুক্রবার জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে জঙ্গি দমন অভিযানে মৃত্যু হয় দার্জিলিং এর সিদ্ধান্ত ছেত্রীর।সিদ্ধান্ত ২০১৯ সালে প্রথমে প্যারা কামান্ডো ও পরে ৯ প্যারা এসএফ’য়ে কর্মরত ছিলেন।গতমাসেই বিয়ে হয়েছিল সিদ্ধান্তের।
শনিবার দিল্লি থেকে তাঁর পার্থিব শরীর বাগডোগরায় এসে পৌঁছায়।এরপর ব্যাঙডুবি সেনা ছাউনিতে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।এরপর শহীদ জওয়ানের পার্থিব শরীর দার্জিলিঙের বিজনবাড়িতে তাঁর পৈত্রিক বাড়িতে নিয়ে আসা হয়।বাড়িতে ছেলের মরদেহ পৌছতেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ও পরিবারের সদস্যরা।
আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হয়।বীর জওয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ দার্জিলিংবাসী।