সমাজসেবায় অবদান, রাষ্ট্রীয় প্রেরণা দূত অ্যাওয়ার্ড পেলেন শিলিগুড়ির সুনন্দন

শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ স্বেচ্ছাসেবক হিসেবে সমাজের বিভিন্ন স্তরে সমাজসেবা মূলক কাজ করে রাষ্ট্রীয় প্রেরণা দূত অ্যাওয়ার্ড পেলেন শিলিগুড়ির সুনন্দন দে।


চলতি মাসের ৩ তারিখ বিহারের ছাপরাতে রাষ্ট্রীয় প্রেরণা দূত অ্যাওয়ার্ড ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ, গুজরাট, কেরালা, বিহার, উত্তরপ্রদেশ সহ ২২টি রাজ্য অংশগ্রহণ করে।সমাজের বিভিন্ন স্তরে সমাজসেবা মূলক কাজ যেমন বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান, বস্ত্র বিতরণ, শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ, স্বচ্ছ ভারত অভিযান, নদী পরিচ্ছন্নতা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক ক্ষেত্রে অবদানের জন্য রাষ্ট্রীয় প্রেরণা দূত অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শিলিগুড়ির বাসিন্দা সুনন্দন দেও এই অনুষ্ঠানে যোগ দেন।শিলিগুড়ির সূর্যসেন মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট-২ এর একজন স্বেচ্ছাসেবক সুনন্দন।সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তার হাতেও আসে রাষ্ট্রীয় প্রেরণা দূত সম্মান।


সোমবার সকালে শিলিগুড়িতে পৌঁছন তিনি। বাড়ি ফিরতেই উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন তিনি। ফুলের মালা পরিয়ে তাকে স্বাগত জানানো হয়।এই অ্যাওয়ার্ড পাওয়ায় খুশি পরিবার সহ এলাকার বাসিন্দারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *