শিলিগুড়ি, ১৮ মার্চঃ রাত হলেই অজনা ধোঁয়ার শিকার হচ্ছেন শিলিগুড়িবাসী।যার জেরে ৮ থেকে ৮০ সকলেই শ্বাসকষ্ট এবং চোখ জ্বালার মতো সমস্যায় ভুগছেন।ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ছড়াচ্ছে আতঙ্ক।কোথা থেকে আসছে এই ধোঁয়া!তা নিয়ে ধোঁয়াশায় ছিল প্রশাসনও।
গত শুক্রবার থেকে রাত হলেই শিলিগুড়ি শহর এবং তার পার্শ্ববর্তী এলাকা ঢেকে যাচ্ছে ধোঁয়ায়।রবিবার রাতে ধোঁয়ার জেরে রাস্তা দিয়ে চলাচল এবং বাড়িতে থাকা দুষ্কর হয়ে পড়েছিল।সোমবার সকালেও ধোঁয়ার প্রভাব লক্ষ্য করা গিয়েছে।
সোমবার জানা যায় বৈকন্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম এবং সারুগারা রেঞ্জের অন্তর্গত জঙ্গলের বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যক্তি আগুন লাগিয়ে চম্পট দিচ্ছে।যার জেরে জঙ্গলে গাছের ক্ষতি থেকে শুরু করে জীবজন্তু এবং সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন।বনদপ্তরের তরফে এই অসাধু ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
এদিন বৈকন্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার জানান, বিগত বছরেও এমন ঘটনা ঘটিয়েছিল দুই ব্যক্তি।তাদেরকে গ্রেফতার করা হয়েছে।যে বা যারা এই অসাধু কাজ করছে তাদের খোঁজ চলছে।এছাড়া যে সমস্ত জায়গায় আগুন লাগানো হচ্ছে সেখানে তড়িঘড়ি গিয়ে আগুন নেভানোর কাজ করা হচ্ছে।