খড়িবাড়ি,১ সেপ্টেম্বরঃ মঙ্গলবারের পর বুধবারও একই চিত্র খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের।এদিনও টিকা নিতে রাত থেকেই প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন।কিন্তু আজ সকালে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে টিকা দেওয়া হবে না শুনে ক্ষোভে ফেটে পড়েন টিকা নিতে আসা মানুষেরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌছায় খড়িবাড়ি থানার পুলিশ।
যদিও পরবর্তীতে আগামী রবিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্পেশাল ক্যাম্প করে ৮০০ জনকে টিকা দেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।