দার্জিলিং,৩ অক্টোবরঃ রাতভর বৃষ্টি। তার জেরেই দার্জিলিংয়ে পাহাড়ে নানা এলাকায় ধস নামল। ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। দার্জিলিং-সিংতামের রাস্তা, রক গার্ডেন যাওয়ার রাস্তায় ধস নেমেছে।
রক গার্ডেনে যাওয়ার রাস্তায় ধস নামার ফলে সেই রাস্তা বৃহস্পতিবার সকাল থেকেই পুরোপুরিভাবে যান চলাচলের জন্য বন্ধ হয়ে পড়েছে। লেপচা জগতের কাছেও রাস্তায় ধস নেমেছে।
এদিকে ধসে চাপা পড়ে সুখিয়া ব্লকের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম রঘুবীর রাই(৭৮)। সকালে ঘটনার খবর পেয়ে গ্রামে যান বিডিও ও পুলিশ আধিকারিকেরা। সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর।
বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে তিস্তার জলও বাড়তে শুরু করেছে। তিস্তায় জল বাড়তে থাকায় চমকডাঙি গ্রামের রাস্তা তিস্তার গ্রাসে চলে গিয়েছে। তিস্তার পারে নতুন করে বাঁধ দেওয়া হচ্ছে।