শিলিগুড়ি, ২৮ জুনঃ রাস্তা এবং ড্রেন সংস্কার নিয়ে হুশ নেই স্থানীয় জনপ্রতিনিধির।তাই এবছর জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে চিন্তিত শিলিগুড়ি ইসকন মন্দির কর্তৃপক্ষ।
আগামী ৭ জুলাই জগন্নাথদেবের রথযাত্রা।ইতিমধ্যেই রথযাত্রার প্রস্তুতি শুরু করেছে মন্দির কর্তৃপক্ষ।তবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ইসকন মন্দির এলাকার রাস্তা এবং ড্রেন।কার্যত ড্রেনের দুর্গন্ধ এবং রাস্তা দিয়ে চলাচল দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।একাধিকবার স্থানীয় ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুন্না প্রসাদকে বিষয়টি জানানো হলেও তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ।
এদিকে জগন্নাথ দেবের রথযাত্রায় প্রচুর ভক্তের সমাগম হয় শিলিগুড়ি ইসকন মন্দিরে।বিভিন্ন জায়গার পাশাপাশি ভিন রাজ্য থেকেও ভক্তরা আসেন।তবে রাস্তার বেহাল দশা থাকায় এবারে ভক্তদের সমস্যায় পড়তে হবে।এই কারণেই কার্যত চিন্তায় রয়েছে শিলিগুড়ি ইসকন কর্তৃপক্ষ।
এই বিষয়ে শিলিগুড়ির ইসকন মন্দিরের জন সংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস বলেন, ইসকন মন্দিরে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসেন।প্রতিবছরের মত এবারও ধূমধাম করে রথযাত্রা বের করা হবে।তবে মন্দিরের সামনে রাস্তা ও ড্রেনের বেহাল অবস্থা রয়েছে।আমরা বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছি।কিন্তু কোন লাভ হয়নি।এই কারণেই এবছর রথযাত্রা নিয়ে অনেকটাই চিন্তিত রয়েছেন বলে জানান তিনি।
অন্যদিকে এই বিষয়ে কাউন্সিলর মুন্না প্রসাদের সঙ্গে যোগাযোগ করা হলে তার কোন উত্তর পাওয়া যায়নি।