ফাঁসিদেওয়া, ২ জানুয়ারিঃ ফাঁসিদেওয়ায় রেশন বন্টন নিয়ে উত্তেজনা।রেশন দোকানে তালা মেরে বিক্ষোভ গ্রামবাসীদের।ফাঁসিদেওয়া ব্লকের বলাইগঞ্জ গ্রামের ঘটনা।
জানা গিয়েছে, বেশকয়েকবার দুর্নীতির অভিযোগ ওঠায় খাদ্য দপ্তরের তরফে রেশন দোকানের লাইসেন্স সাসপেন্ড করা হয়।সমবায় সমিতির রেশনের দায়িত্বে থাকা বেশ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।দুমাসের জন্য অন্য এক রেশন ডিলারকে রেশন বন্টনের দায়িত্ব দেওয়া হয়।ইতিমধ্যেই সেই রেশন দোকানের সাসপেনশন তুলে নেওয়া হয়।মঙ্গলবার রেশন দেওয়ার কথা থাকলেও সকালে গ্রামবাসীরা রেশন দোকানে তালা মেরে বিক্ষোভ দেখান।
তাদের দাবি, সমবায় সমিতির সভাপতি কেবল সিংহ দুর্নীতির সঙ্গে জড়িত।পুনরায় কি করে লাইসেন্স দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ।গোটা ঘটনার তদন্তে পুলিশ।