জলপাইগুড়ি, ৭ নভেম্বরঃ কয়েকদিন ধরে মিলছে না রেশন, প্রতিবাদে রেশন দোকান বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন জলপাইগুড়ির নয়াবস্তি এলাকার বাসিন্দারা।
গ্রাহকদের অভিযোগ, গত ৫-৬ দিন থেকে রেশন সামগ্রী নিতে এলেও পাচ্ছেন না।রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে বলা হয়েছে,আমরা তা করেছি।তারপরেও দিনের পর দিন রেশন মিলছে না।মোবাইলে ওটিপি আসবে তারপর রেশন দেওয়া হবে বলে জানাচ্ছেন রেশন ডিলাররা।এদিকে ওটিপি না আসায় দিনের পর দিন ঘুরে যেতে হচ্ছে।
এদিনও রেশন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে রেশন দোকান বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান গ্রাহকেরা। খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এরপর সমস্যা মেটানোর আশ্বাস দেওয়ায় ফের রেশন দেওয়ার কাজ শুরু হয়।
এদিকে রেশন ডিলার জানান, নতুন যে পদ্ধতি রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই পদ্ধতি মেনে রেশন দিতে সমস্যা হচ্ছে।মাঝে মাঝে মেশিন খারাপ হয়ে যাওয়ায় এই সমস্যা হচ্ছে।