শিলিগুড়ি, ১ নভেম্বরঃ রাজ্যজুড়ে রেশন দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।বুধবার শিলিগুড়িতেও রেশন দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে পথে নামলো বিজেপি।
জানা গিয়েছে, এদিন বিকেলে হাসমি চক থেকে অভিনব কায়দায় গলায় চালের বস্তা ঝুলিয়ে, ধান গাছ নিয়ে চোর ধরো জেলে ভরো স্লোগান তুলে প্রতিবাদ মিছিল বের করা হয়।মিছিলটি হিলকার্ট রোড, সেবক রোড ও বিধান রোড পরিক্রমা করে ফের হাসমি চকে ফিরে আসে।মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মন্ডল, পুরনিগমের কাউন্সিলর অনিতা মাহাতো, বিবেক সিং সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা।
এদিন বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “পশুর খাবার চুরি করে জেলে গিয়েছিলেন লালু, পশ্চিমবঙ্গের মানুষের খাবার খেয়ে জেলে গেছেন বালু”।অনেকেই আছে যারা রেশন দুর্নীতির সঙ্গে জড়িত।অবিলম্বে তাদের গ্রেফতারের দাবী তোলেন তিনি।
অন্যদিকে বিজেপি’র শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মন্ডল বলেন, “রাজ্য জুড়ে রেশন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি।জ্যোতিপ্রিয় মল্লিক মাস্টারমাইন্ড নন, তার উপরে যারা রয়েছে তাদের খুঁজে বের করতে হবে”।