শিলিগুড়ি,১২ আগস্টঃ রেশন বণ্টনে অনিয়মের অভিযোগ তুলে রেশন ডিলারের বিরুদ্ধে সরব হলেন স্থানীয় বাসিন্দারা।ঘটনা ঘিরে বুধবার রাতে উত্তেজনা ছড়ায় ভালোবাসা মোড় সংলগ্ন পাচকোলগুড়ি এলাকায়।রেশন ডিলারকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি নিয়ম অমান্য করে সাধারণ মানুষকে পরিমাণমতো রেশন সামগ্রী না দিয়ে তা নিয়ে কালোবাজারি করছে রেশন ডিলার পঙ্কজ দাস।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঙ্কজ বাবু।এদিকে ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।পরবর্তীতে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে ওয়েস্ট বেঙ্গল এম আর রেশন ডিলার অ্যাসোশিয়েশনের তরফে সাংবাদিক বৈঠক করা হয়।বৈঠকে সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক নীলমণি লাহিড়ী জানান, সার্ভারের সমস্যার জন্য রেশন বন্টনে সাময়িক সমস্যা হচ্ছে।বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তবে গত বুধবার পাচকোলগুড়িতে রেশন ডিলারের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা খুবই নিন্দনীয়।ইতিমধ্যেই তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে।অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।