রাজগঞ্জ, ১২মেঃ রেশন কার্ডের নানা সমস্যা নিয়ে উপভোক্তাদের ভিড় করতে দেখা যাচ্ছে বিডিও দপ্তর থেকে নানা জায়গায়৷বারবার অভিযোগ উঠছে, বারকোড ও পুরোনো কার্ড থাকা সত্ত্বেও অনেকেই রেশন পাচ্ছেন না।ফলে লকডাউনে যে রেশন পাওয়া দরকার তা থেকে বঞ্চিত থাকছে অনেক অসহায় মানু্ষ।আজ সেই সব মানুষের কথা ভেবে রাজগঞ্জের বিডিও অফিসে জেলা প্রশাসনের সাথে বৈঠক করা হল।
এ বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, আজ রেশনের বিভিন্ন সমস্যা নিয়ে জেলাশাসক অভিষেক তিওয়ারি ও জেলা আধিকারিকদের সাথে আলোচনা করা হল।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মহাকুমাশাসক রঞ্জন দাস, জলপাইগুড়ি জেলা পরিষদের সহ-সভাধিপতি দুলাল দেবনাথ, খাদ্য সরবরাহ আধিকারিক অজয় মিশ্র, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ দেবাশীষ প্রমাণিক,রাজগঞ্জের বিডিও এন সি শেরপা ও রাজগঞ্জ ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানরা।