রাজগঞ্জ, ১ এপ্রিল: রাজগঞ্জের পাগলাহাটে এক রেশন দোকানে খাদ্য সামগ্রী কম দেওয়ার অভিযোগে রেশন দোকানদারকে বাতিল করার দাবিতে সরব স্থানীয়রা।যদিও পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।রেশন দোকানদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
সূত্রের খবর,বুধবার সকাল থেকে পাগলাহাটের ওই রেশন দোকানে গ্রাহকদের লম্বা লাইন দেখা যায়।স্থানীয়দের অভিযোগ,রেশন দোকানদার প্রত্যেক গ্রাহকদের প্রাপ্য খাদ্য সামগ্রী কম দিচ্ছিলেন।এরপরই গ্রাহকরা সরকার নির্ধারিত খাদ্য সামগ্রী দেওয়ার দাবির পাশাপাশি দোকানদারকে বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ এবং বিডিও।গ্রাহকরা বিডিও কে অভিযোগ জানানোর পাশাপাশি রেশন দোকানদারকে বাতিল করার দাবি জানান।বিডিও রেশন দোকানদারকে নির্দেশ দেন যেসব গ্রাহককে প্রাপ্য খাদ্য সামগ্রী কম দেওয়া হয়েছে, তাদেরকে ডেকে এনে সরকার নির্ধারিত রেশন বুঝিয়ে দিতে।এছাড়া এলাকার মানুষ রেশন দোকানদারকে বাতিলের দাবি লিখিতভাবে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।