শিলিগুড়ি,১৫ জুলাইঃ রেশনে আতপ চালের বদলে সেদ্ধ চাল দেওয়া হোক-এই দাবি তুলে শিলিগুড়িতে খাদ্যভবনের জেলা নিয়ন্ত্রক অভিজিৎ ধরকে স্মারকলিপি দিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
এদিন শঙ্কর ঘোষ বলেন, শিলিগুড়ি মহকুমার রেশন দোকানগুলিতে আতপ চাল দেওয়া হচ্ছে।শিলিগুড়ির ৯০ শতাংশ মানুষই আতপ চাল খান না।অধিকাংশ মানুষই আতপ চালের পরিবর্তে সেদ্ধ চাল খান।তাই আমি অনুরোধ করছি শিলিগুড়ি মহকুমার রেশন দোকানগুলিতে আতপ চালের পরিবর্তে সেদ্ধ চাল দেওয়া হোক।এই দাবিতেই স্মারকলিপি দেওয়া হয়েছে।