শিলিগুড়ি,৯ মেঃ রেশনে নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ উঠল শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪০ নম্বর ওয়ার্ডের এক রেশন ডিলারের বিরুদ্ধে।
শনিবার সকালে এই অভিযোগে ৪০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রধান মোড়ে রেশন দোকানে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।স্থানীয় এক বাসিন্দা মালা রায় অভিযোগ করে বলেন, রেশনে দেওয়া আটায় প্লাস্টিক রয়েছে।আটা মাখার সময় জল দেওয়ার সঙ্গে সঙ্গেই প্লাস্টিকের মতো শক্ত হয়ে ওঠে।এরপরই রুটি আগুনের সংস্পর্শে এলেই আগুন ধরে যায়।
এদিকে আজ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর।
যদিও রেশন ডিলার জগদীশ চন্দ্র সরকার জানান,আটার মধ্যে একটি কেমিক্যাল দেওয়া থাকে।যে কারণে এমনটা হয়।তবে আটায় কোনও প্লাস্টিক নেই।