শিলিগুড়ি, ১ মেঃ লকডাউনের পর আজ থেকে দ্বিতীয় দফায় শুরু হয়েছে রেশন সামগ্রী বিতরণ।লকডাউনের কারণে রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে খাদ্যসামগ্রীর পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে।কিন্তু বিভিন্ন রেশন দোকানের বিরুদ্ধে উঠছে দুর্নীতির অভিযোগ।
শুক্রবার রানিডাঙা ৫ নম্বর রেশন ডিলার অজিত কুমার ঘোষের বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ তোলে গ্রাহকেরা।গ্রাহকদের অভিযোগ, সরকারি নির্দেশ অনুসারে যে পরিমাণ খাদ্যসামগ্রী দেওয়ার কথা সেই অনুপাতে রেশন সামগ্রী কম দিচ্ছে ওই ডিলার।এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রাহকরা।
অন্যদিকে রেশন ডিলার অজিত কুমার ঘোষ বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।সম্ভবত রেশন দেওয়ার সময় ভুল হয়েছে।তবে রেশন কম দেওয়া হচ্ছে না।সরকারের নির্দেশ অনুসারে সকলকে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে।