রাজগঞ্জ, ২৮ জুলাই: রাত জেগে টিকার লাইনে দাড়িয়ে থেকেও মিলছে না টিকা।যার জেরে হয়রানির শিকার হচ্ছেন বেলাকোবা গ্রামীণ হাসপাতালে টিকা নিতে আসা মায়েরা।
জানা গিয়েছে, জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রামীণ হাসপাতালে মায়েদের করোনা টিকা দেওয়া হচ্ছে।মায়েদের অভিযোগ, কতজনকে টিকা দেওয়া হবে সেই ব্যাপারে কোনও নোটিশ বা আগাম টোকেন বিলি করা হচ্ছে না।ফলে রাত জেগে টিকার লাইনে দাড়িয়ে থেকেও মিলছে না টিকা।
লিলি খাতুন নামে এক মহিলা বলেন, শিশু সন্তানকে বাড়িতে রেখে খুব সকালে টিকার জন্য লাইনে দাড়িয়েছেন।বাড়িতে ওই শিশুদের দেখভাল করা বা খাবার দেওয়ার লোক নেই।কিন্তু সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও টিকা মিলবে কিনা তার নিশ্চয়তা নেই।
সাবানা বেগম নামে আরও এক মহিলা বলেন, টিকার জন্য অনেক বড় লাইন হয় বলে আগে আসেননি।এখন টিকা নিতে এসে দেখেন একই অবস্থা।লাইনে দূরত্ববিধি মানার বালাই নেই।এতে করোনা কমার থেকে বাড়ার আশঙ্কা রয়েছে।সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকার পরও অনেকে টিকা পাচ্ছেন না।
অন্যদিকে এই বিষয়ে ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ রাত থেকে লাইনে দাঁড়ালেও মানা করা যাচ্ছে না।প্রতিদিন ২০০ থেকে ৩০০ জনকে টিকা দেওয়া হলেও দ্বিগুণ লোক লাইনে দাঁড়াচ্ছেন।তবে খুব শীঘ্রই সাব-সেন্টারগুলিতে টিকা দেওয়া চালু করা হবে।তাহলে সমস্যার অনেকটাই সমাধান হবে।