ফাঁসিদেওয়া, ৯ ডিসেম্বরঃ বিপুল পরিমাণ কাঁচা স্পিরিট উদ্ধার করল আবগারি দপ্তর।যদিও ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ফাঁসিদেওয়ার সদরগছ এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে ১৮০০ লিটার কাঁচা স্পিরিট সহ মদ তৈরীর বিভিন্ন উপকরণ উদ্ধার করে আবগারি দপ্তরের আধিকারিকেরা।
এই বিষয়ে আবগারি দপ্তরের নকশালবাড়ি সার্কেলের ওসি পুলক সরকার জানান, গোপন সূত্রে খবর পেয়ে গোডাউনে হানা দিয়ে এই সাফল্য মেলে।উদ্ধার হয়েছে ১৮০০ লিটার কাঁচা স্পিরিট।ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।তবে তদন্ত শুরু করা হয়েছে।মূলত এই স্পিরিট নকল মদ তৈরির জন্য ব্যবহার করা হয়।
এদিনের অভিযানে বাগডোগরা আবগারি দপ্তর, বিধাননগর ,নকশালবাড়ি ও প্রধান নগরের টিম উপস্থিত ছিল বলে জানা গিয়েছে।