রায়গঞ্জ, ১ আগস্টঃ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন সেচ, জলপথ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
জানা গিয়েছে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১৮০ বেডের ছাত্রাবাস তৈরীর জন্য আবেদন করা হয়েছিল।সেই আবেদন কতখানি কার্যকর হয়েছে তা জানতে গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুইমালি, রেজিষ্টার দুর্লভ সরকার সহ বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল মন্ত্রী সাবিনা ইয়াসমিনের সঙ্গে দেখা করেন।উপাচার্যের এই আবেদনের পর আজ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের টাকা বরাদ্দ হলেই ১৮০ বেডের ছাত্রবাস তৈরী করার জন্য অর্থ বরাদ্দ করা হবে।একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে একটি অডিটোরিয়াম তৈরীর উদ্যোগ গ্রহন করা হবে।