শিলিগুড়ি,৩০ সেপ্টেম্বরঃ বাজারে বিক্রি হচ্ছে প্লাস্টিকের ডিম! এমনই অভিযোগ পেয়ে অভিযান চালালো শিলিগুড়ি পুরনিগম।
বুধবার দুপুরে ভক্তিনগর থানার অন্তর্গত বাংলাবাজার ও চেকপোস্ট এলাকায় ডিমের দোকানগুলিতে অভিযান চালায় পুরনিগমের খাদ্য দপ্তরের আধিকারিকেরা।প্রত্যেকটি দোকানে ঢুকে একটি-একটি করে ডিমের পাতাগুলোকে যাচাই করা হয়।ডিমে আগুনের তাপ দিয়ে দেখা হয় প্লাস্টিকের প্রলেপ রয়েছে কিনা এবং দোকানগুলো থেকে বেশকিছু ডিমের নমুনা সংগ্রহ করা হয়।অন্যদিকে এদিনের অভিযান চলাকালীন বেশ কয়েকটি দোকান থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করে পুরনিগমের আধিকারিকেরা।
পুরনিগমের ফুড সেফটি অফিসার গণেশ ভট্টাচার্য জানান, বেশ কয়েকদিন ধরে তাদের কাছে অভিযোগ আসছিল যে চেকপোস্ট সংলগ্ন এলাকা দোকান গুলোতে প্লাস্টিকের ডিম বিক্রি হচ্ছে।সেই অভিযোগের ভিত্তিতেই আজ অভিযান চালানো হল।তিনি আরও জানান, আজ অভিযান চালিয়ে ডিমের নমুনা সংগ্রহ করা হয়েছে।তা শিলিগুড়ির ল্যাবে পাঠানো হবে সঠিক ভাবে যাচাই করার জন্য।
পাশাপাশি ব্যবসায়ীদের ডিম কেনার সময় যাচাই করে এবং উপযুক্ত বিল নেবার নির্দেশ দেওয়া হয়।