প্রথম সারির কোভিড কর্মীদের জন্য ঘোষিত কেন্দ্রীয় সরকারের বীমার টাকা পেলেন উত্তরবঙ্গের প্রথম শহীদ কোভিড যোদ্ধা বিষ্ণু চট্টোপাধ্যায়ের পরিবার।তিনি দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের একটি কোয়ারেন্টিন সেন্টারে স্বাস্থ্যকর্মী হিসেবে নিযুক্ত ছিলেন।সেখানে কাজ করার সময় তিনি করোনায় আক্রান্ত হন এবং কিছুদিন পর তিনি মারা যান।তিনি উত্তরবঙ্গে প্রথম শহীদ কোভিড যোদ্ধা।
এদিকে বিষয়টি জানার পরই দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ত কেন্দ্রীয় সরকারের তরফে প্রথম সারির কোভিড কর্মীদের জন্য ঘোষিত বীমার ৫০ লক্ষ টাকা প্রয়াত বিষ্ণু বাবুর পরিবারকে দ্রুত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন।বৃহস্পতিবার প্রয়াত বিষ্ণু বাবুর স্ত্রীর অ্যাকাউন্টে বীমার ৫০ লক্ষ টাকা ঢোকে। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অশেষ ধন্যবাদ জানান সাংসদ।
অন্যদিকে সাংসদ রাজু বিস্ত রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন যেন বিষ্ণু বাবুর পরিবারের যেকোনও একজন সদস্যের চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় এবং রাজ্য সরকারের তরফে প্রথম সারির কোভিড যোদ্ধাদের জন্য যে বীমা ঘোষণা করা হয়েছে সেই বীমার টাকা বিষ্ণু বাবুর পরিবারকে শীঘ্রই পাইয়ে দেওয়ার আবেদন জানান।