শিলিগুড়ি, ১৩ ফেব্রুয়ারিঃ রবিবার মহিলা ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে রিচার ব্যাটে ঝড় দেখেছেন দেশবাসী। টি ২০ বিশ্বকাপে রবিবার কেপটাউনে পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ব্যাটিং করতে নেমে শিলিগুড়ির রিচা ঘোষ ২০ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।
তাঁর এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ সকলে। এমনকি শচীন তেন্ডুলকরও প্রশংসা করেছেন তাঁর খেলার। এদিকে এবারই প্রথম বার শুরু হচ্ছে মহিলাদের আইপিএল। সোমবার নিলামের দিনে ১ কোটি ৯০ লক্ষ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রিচাকে ঘোষকে নিয়েছে। স্বাভাবিকভাবেই আইপিএলেও তাঁর চমক দেখার অপেক্ষায় রয়েছে সকলে।যদিও তাঁর আগে বিশ্বকাপ জেতার আশায় রয়েছেন সকলে। ভারতীয় মহিলা দল টি টোয়েন্টি বিশ্বকাপের শুরু যেভাবে করেছে তা দেখে মুগ্ধ ক্রিকেট দুনিয়া।
রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানান, টেনশনে টিভিতে মেয়ের খেলা দেখিনা। মেয়ে ভাল খেলেছে। প্রশংসা করেছি। তবে ওকে বলেছি বিশ্বকাপ জিততেই হবে।
সম্প্রতি মহিলাদের অনুর্ধ্ব ১৯ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। সেই দলে ছিল শিলিগুড়ির রিচা ঘোষ। এবার জাতীয় দলেও তাঁর ধারাবাহিকতা বজায় থাকুক সেটাই চাইছেন সকলে।