শিলিগুড়ি, ৬ মে: শিলিগুড়িকে করিডর বানিয়ে গাঁজা পাচারের ছক। পাচার রুখে দিল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ।
জানা গিয়েছে, সোমবার রাতে শিলিগুড়ির জংশন বাস স্ট্যান্ডে ৪ মাদক কারবারিকে ধরে ফেলে পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় লক্ষাধিক টাকার গাঁজা। ধৃতদের নাম দীপচাঁদ বর্মন, আজিজুল রহমান, দুর্যোধন নমো দাস এবং সঞ্জয় দাস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কোচবিহারের শীতলকুচি থেকে চার যুবক বাসে করে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডে পৌছায়।এরপর চারজন আলাদা আলাদা জায়গায় গাঁজা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ছিল।তবে তার আগেই গোপন সূত্রে খবর পায় পুলিশ।এরপর অভিযান চালিয়ে চার যুবককে প্রথমে আটক করা হয়। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় বড় বড় প্যাকেটে ৪০ কিলো গাঁজা।এরপরই গ্রেফতার করা হয় তাদের।ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।