শিলিগুড়ি,২৫ জানুয়ারিঃ শিলিগুড়ি বাল্মিকী বিদ্যাপীঠ হাইস্কুলে শুরু হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন ছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত হয় বিশেষ ড্রিল।এছাড়াও দুই কৃতি ছাত্রী জাতীয় খেলোয়াড় সীমা দাস ও কণিকা বৈদ্যকে সম্মানিত করা হয় স্কুলের তরফে।
এদিন মশাল জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সুচনা করেন স্কুলের প্রধান শিক্ষক অনুপ দাস।বিভিন্ন বিভাগের খেলায় প্রায় ২০০জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। বিজয়ী খেলোয়াড়দের পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষিকা গোলাপ রায়, শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওর্য়াড কাউন্সিলর তথা ওই স্কুলের প্রাক্তন ছাত্র বিমান তপাদার সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।