শিলিগুড়ি, ৩০ ডিসেম্বরঃ আয়ের নিরিখে ফের একবার গতবছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লো শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ।
বর্তমানে পর্যটকদের পছন্দের প্রথম তালিকায় রয়েছে বেঙ্গল সাফারি।দিনের পর দিন বেঙ্গল সাফারিতে বাড়ছে পর্যটকদের সংখ্যা।এবছরও ২৫শে ডিসেম্বরে রেকর্ড সংখ্যায় ভিড় হয়েছিল পার্কে।গতকাল ছিল বছরের শেষ রবিবার।এদিনের আয়ের পরিসংখ্যান পুরোনো সমস্ত রেকর্ড ভেঙে নতুন আয়ের রেকর্ড গড়েছে।রবিবার ছুটির দিনে প্রচুর মানুষ সাফারি পার্কে পরিবার বন্ধু বান্ধবদের নিয়ে পৌঁছান।৬ হাজারের বেশি মানুষ ভিড় জমিয়েছিলেন পার্কে।যেকারনে শুধুমাত্র গতকালই পার্ক কর্তৃপক্ষের আয় হয়েছে ১০ লক্ষ টাকারও বেশি।এবারে নতুন বছরের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে পার্ক কর্তৃপক্ষ।
এই বিষয়ে রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী জানান, ডিসেম্বরের শেষ রবিবার রেকর্ড পর্যটক পার্কে এসেছিলেন।প্রায় ৬ হাজার ১৯ জন পর্যটক এসেছিলেন।এদিন পার্কের আয় হয়েছে ১০ লক্ষ টাকার বেশি।গতবছর ৯ লক্ষ টাকা আয় হয়েছিল।বছরের শেষদিন এবং নতুন বছরের প্রথম দিনেও পর্যটকদের ভিড় উপচে পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।