শিলিগুড়ি,১৩ জুলাইঃ পাঞ্জাব থেকে যোগাযোগ বেলাকোবার এক নাবালিকার সঙ্গে। প্রলোভন দেখিয়ে সেই নাবালিকাকে পাচারের চেষ্টা। শেষমেষ ব্যবসায়ীর চেষ্টায় নাবালিকাকে বাড়ি ফেরানো গেল। জয়ন্ত কুমার সিংহ নামে ওই যুবককে শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা সংবর্ধিতও করেছেন।
জয়ন্ত কুমার সিংহের গাড়ির ব্যবসা রয়েছে। কিছুদিন আগে পাঞ্জাবের জলন্ধর থেকে তাঁর কাছে ফোন আসে। এক নাবালিকাকে বেলাকোবা থেকে বাগডোগরা বিমানবন্দরের পৌছে দেওয়ার কথা বলা হয়। এরপর বেলাকোবায় গিয়ে নাবালিকাকে দেখে সন্দেহ হয় জয়ন্ত বাবুর। তখন ফোনে তাঁকে ৩০ হাজার টাকার টোপও দেওয়া হয়। বিমানবন্দরে নাবালিকাকে পৌঁছে দিলে সেই টাকা দেওয়া হবে বলে জানানো হয়। তারপরই সেখানে স্থানীয় এক শিক্ষকের মাধ্যমে নাবালিকাকে বাড়িতে পৌছান চালক। এরপর শিলিগুড়ি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন যুবক। নাবালিকাকে বিমানবন্দরে না পৌছে দেওয়ায় তাঁকে এক মহিলা হুমকিও দেয় বলে অভিযোগ। প্রধাননগর থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার ডিসিপি জয় টুডু জানান, জয়ন্ত কুমার সিংহের সচেতনতার জন্য নাবালিকাকে পাচার হওয়ার আগে আটকানো গিয়েছে। পাঞ্জাব পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।