রাজগঞ্জ ১৭ আগস্টঃ বিলুপ্তপ্রায় দুটি রেড পান্ডার চামড়া ও একটি চিতাবাঘের চামড়া সহ ৩ পাচারকারীকে গ্রেফতার করলো বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে শিলিগুড়ি সংলগ্ন পিডব্লিউডি মোড় থেকে ৩ পাচারকারীকে গ্রেফতার করা হয়।ধৃতরা হল চন্দ্র প্রকাশ চেমজং (৩৫), গোবিন্দ সানবা লিম্বু(২৫),ইয়াকপু শেরপা(৩৭)।তিনজনই নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে।
বনদপ্তর সূত্রে খবর, নেপাল থেকে ভুটানে পাচার করা হচ্ছিল চামড়া গুলিকে।তার আগেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।পাচারে ব্যবহৃত একটি নেপাল নম্বরের বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে।
ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে৷গোটা ঘটনার তদন্ত করছে বনদপ্তর।