নকশালবাড়ি, ৪ জুনঃ নকশালবাড়ি রেড ভলান্টিয়ার্স এর তরফে কেলাবাড়ি বনবিভাগের বিট কার্যালয় সহ বিভিন্ন জায়গা স্যানিটাইজ করা হল।
নকশালবাড়ি রেড ভলান্টিয়ার্স সংগঠনের আহ্বায়ক কৌশিক আচার্য বলেন, করোনা মহামারির জেরে সাধারণ মানুষ উদ্বিগ্ন।আজ কেলাবাড়ি বনবিভাগের বিট কার্যালয় সহ ৩টি কোয়ার্টার স্যানিটাইজ করা হল।অন্যদিকে, বিট কার্যালয় সংলগ্ন প্রায় ২৪টি বাড়ি স্যানিটাইজ করা হয়।তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে রেড ভলান্টিয়ার্স এর তরফে বিভিন্ন এলাকা স্যানিটাইজ করা হচ্ছে।পাশাপাশি অসহায় মানুষদের সাহায্য করা হচ্ছে।রেড ভলান্টিয়ার্স এই কাজের প্রশংসা করেন বিট অফিসার টিঙ্কু মাহাতো।

