শিলিগুড়ি, ১ ডিসেম্বরঃ রাজ্য সরকারের পরিবহণ বিভাগের উদ্যোগে শিলিগুড়িতে আজ এক দিবসীয় ‘রিফ্রেশার ট্রেনিং ফর ট্রেনার্স অফ মোটর ট্রেনিং স্কুল’ অনুষ্ঠানের আয়োজন করা হল।শিলিগুড়ির দীনবন্ধুমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিনের অনুষ্ঠানে পরিবহণ বিভাগের আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে, শিলিগুড়িতে বহু মোটর ট্রেনিং স্কুল রয়েছে।যারা মানুষকে গাড়ি চালানোর ট্রেনিং দিয়ে থাকেন।বর্তমান সময়ে পরিবহণ বিভাগের একাধিক নিয়ম পরিবর্তন হয়েছে।এই সমস্ত নতুন নিয়ম মোটর ট্রেনিং স্কুলের মাধ্যমে সাধারণ মানুষকে জানাতেই এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে শিলিগুড়ির বিভিন্ন মোটর ট্রেনিং স্কুলের প্রধান ও প্রশিক্ষকেরা উপস্থিত ছিলেন।
রাজ্য সরকারের পরিবহণ বিভাগের আধিকারিক জানান, পথ দুর্ঘটনা কমাতে সেফ ড্রাইভ সেভ লাইফ অভিযান শুরু করেছেন মুখ্যমন্ত্রী।এই অভিযানের ফলে দুর্ঘটনা অনেকটাই কমেছে।গত কয়েকবছরে পরিবহণ বিভাগের নিয়মে বেশকিছু পরিবর্তন হয়েছে।সেই নিয়মগুলি জানাতেই শিলিগুড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।