কোচবিহার, ১৭ জানুয়ারিঃ পশ্চিমবঙ্গ সরকারের সায়েন্স টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট ও কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে দুদিন ব্যাপী পঞ্চম রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেসের শুভ সূচনা হল মঙ্গলবার।
কোচবিহার রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।এছাড়া উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, বিশিষ্ট গবেষক শিবাজী রাহা, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর আব্দুল কাদের সাফালি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।
জানা গিয়েছে, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার, ও কালিম্পং জেলাকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে দুদিন ব্যাপী এই কর্মশালা।বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে মোট ২০০ জনের বেশি নিজেদের গবেষণার উপর বক্তব্য রাখবেন।
এছাড়া উপস্থিত বিশিষ্ট গবেষক থেকে শুরু করে ব্যক্তিত্বরা তাদের বিভিন্ন বিষয়গুলিও এই কর্মশালায় তুলে ধরবেন বলে জানান পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ আব্দুল কাদের সাফালি।এই কর্মশালা বিশ্ববিদ্যালয়কে অনেকটা এগিয়ে নিয়ে যাবে এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবে ছাত্রছাত্রীরা।