শিলিগুড়ি, ১৮ ফেব্রুয়ারিঃ ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো এসওজি এবং প্রধাননগর থানার পুলিশ।ধৃতের নাম তাজিবুর শেখ।সে মুর্শিদাবাদের বাসিন্দা।
জানা গিয়েছে, শনিবার শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে ব্রাউন সুগার ডেলিভারি দিতে পৌছেছিল ব্যক্তি।খবর পেয়ে রেগুলেটেড মার্কেটে অভিযান চালায় এসওজি এবং প্রধাননগর থানার পুলিশ।তল্লাশি চালিয়ে ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ৪০৭ গ্রাম ব্রাউন সুগার।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় কোটি টাকা।ধৃতের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করা হয়েছে।আগামীকাল ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হবে।
