শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে ধর্না আইএনটিটিইউসি’র দুই গোষ্ঠীর

শিলিগুড়ি, ৩ মেঃ শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে ধর্নায় বসলো তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র দুই গোষ্ঠী।যার জেরে ফের একবার উত্তেজনা ছড়াল শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে।


উল্লেখ্য, কিছুদিন আগে রেগুলেটেড মার্কেটের আড়ত থেকে ৬ জন শ্রমিককে আইএনটিটিইউসি’র শ্যাম যাদবের গোষ্ঠী কাজ থেকে বের করে দেয়।এরপর আইএনটিটিইউসি’র উমা শঙ্করের গোষ্ঠী এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ও ঝামেলা হয়।

বুধবার উমা শঙ্করের গোষ্ঠী কাউন্সিলর দিলীপ বর্মনকে নিয়ে ধর্নায় বসে।তাদের দাবী, মার্কেটে যতদিন না গোষ্ঠীকোন্দল শেষ হচ্ছে, পাশাপাশি শ্রমিকদের ফের কাজে নিযুক্ত না করা হবে ততদিন তাদের ধর্না, বিক্ষোভ চলবে।


এই বিষয়ে কাউন্সিলর দিলীপ বর্মন বলেন, মার্কেটে এই সমস্যা আইএনটিটিইউসি এর জেলা নেতৃত্বের জন্য হয়েছে।তাঁর অভিযোগ, জেলা নেতৃত্ব মার্কেটে উমা শঙ্করকে নিয়ে প্রথমে নতুন কমিটি গঠন করেছিল।তবে ১ মাস পরই শ্যাম যাদবকে নিয়ে আরেকটি কমিটি তৈরি হয় এরপর থেকেই সমস্যার সৃষ্টি হয়েছে।তবে যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে ততদিন ধর্না চলবে।

অন্যদিকে শ্যাম যাদবের গোষ্ঠীও এদিন ধর্না ও বিক্ষোভ দেখায়।তাদের অভিযোগ, কাউন্সিলর দিলীপ বর্মন মার্কেটের পরিবেশ অশান্ত করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *