শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে আইএনটিটিইউসি’র সভায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা।
জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে আইএনটিটিইউসি’র তরফে একটি সভার আয়োজন করা হয়।সভা শুরু হওয়ার আগেই ভাঙচুরের অভিযোগ ওঠে আইএনটিটিইউসি’র অপর পক্ষের বিরুদ্ধে।সভাস্থলে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।ঘটনার পর প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, অন্য কোনো দল আমাদের ভাই ভাইদের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করেছিল।আমাদের সবাই তা বুঝতে পেরেছে এবং ঝামেলা মিটে গিয়েছে।
অন্যদিকে আইএনটিটিইউসি’র সভাপতি নির্জল দে বলেন, বাইরের গুন্ডা বাহিনী দিয়ে সভা ভঙ্গ করার চেষ্টা করা হয়েছিল।যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।তারা কোনোদিন দলের অংশ ছিল না।পুলিশ প্রশাসনকে ঘটনার তদন্ত করার কথা বলেন তিনি।
এদিন প্রধাননগর থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।