শিলিগুড়ি, ১৯ মেঃ শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট নিয়ে চিন্তায় প্রশাসন।সে কারণেই রেগুলেটেড মার্কেট পরিদর্শন মহকুমাশাসক, ডিসিপি ও পুলিশ আধিকারিকদের।প্রতিদিনই এই মার্কেটে ভিড় জমছে।সামাজিক দূরত্বের যেমন বালাই নেই তেমনি অনেকের মুখেই মাস্কের দেখা মেলে না।
এদিন মার্কেটের আড়তদারদের মহকুমাশাসক জানান, সমস্ত আড়তের সামনে যাতে ভিড় না হয় তা দেখতে হবে।ব্যারিকেড দিতে হবে।এছাড়া কেউ মাস্ক না পড়লে তাকে জিনিস দেওয়া হবে না।রেগুলেটেড মার্কেটে স্বাস্থ্যকর্মীরা থার্মাল স্ক্রিনিংয়ের জন্য থাকবেন।সচেতনতার জন্য রেগুলেটেড মার্কেট জুড়ে মাইকিং করা হবে।