শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ ২০২২ সালে শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে জয়লাভ করে পুরবোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস।আগামী ২২শে ফেব্রুয়ারি তৃণমূল চালিত পুরবোর্ডের একবছর সম্পূর্ণ হবে।
একবছর পূর্তির দিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরনিগমের বিভিন্ন উন্নয়নমূলক কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে।এই নিয়ে মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে ডেপুটি মেয়র, মেয়র পারিষদ, পুর কমিশনার, কাউন্সিলর ও পুরনিগমের অন্যান্য বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মেয়র গৌতম দেব।
রিপোর্ট কার্ড প্রকাশ করা নিয়েই এদিন আলোচনা করা হয়। বৈঠক শেষে মেয়র জানান, ২২ তারিখ এই পুরবোর্ডের এক বছর পূর্ণ হবে।সেদিনই পুরনিগমের রিপোর্ট কার্ড প্রকাশিত করা হবে।পাশাপাশি চলতি সপ্তাহের শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে টক টু মেয়রের একটি রিপোর্ট কার্ড প্রকাশিত করা হবে।