শিলিগুড়ি,২৩ মেঃ রিপোর্ট নেগেটিভ।তাই কোভিড হাসপাতাল থেকে ছুটি পেলেন মাটিগাড়ার ব্যক্তি।আজ সন্ধ্যায় মাটিগাড়ার কোভিড হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় ওই ব্যক্তিকে।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, অসমে গিয়েছিলেন মাটিগাড়ার পতিরামজোতের বাসিন্দা ওই ব্যক্তি এবং কিছুদিন আগে সেখান থেকে ফিরে এসেছিলেন তিনি।১৬ মে অসমে সোয়াব সংগ্রহ হয়েছিল তার।এরপর তার রিপোর্ট আসে ১৯ তারিখে।রিপোর্ট পজিটিভ আসে তার।যদিও সেইমুহূর্তে অসম থেকে শিলিগুড়ির মাটিগাড়ায় ফিরে এসেছিলেন তিনি।এদিকে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে তার রিপোর্ট পৌছাতেই তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মাটিগাড়া কোভিড হাসপাতালে।
এরপর গতকাল তার ফের নমুনা সংগ্রহ করা হয় এবং পরপর দুবার সেই রিপোর্ট নেগেটিভ আসে।এরপরই আজ তাকে ছুটি দিয়ে দেওয়া হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ব্যক্তির ইমিউনিটি পাওয়ার বেশি থাকার কারণে খুব দ্রুত সুস্থ হয়েছেন তিনি।যদিও তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
অন্যদিকে কোভিড হাসপাতালের আধিকারিক ডঃ বিমল বর্মণ জানিয়েছেন, ওই ব্যক্তির রিপোর্ট নেগেটিভ এসেছে।তাই ছুটি দিয়ে দেওয়া হয়েছে।