জলপাইগুড়ি, ২৬ জানুয়ারিঃ দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি জলপাইগুড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হল দেশের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস।
সোমবার সকালে জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক শামা পারভিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী সহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা।পাশাপাশি বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
টাউন ক্লাব মাঠে আয়োজিত প্যারেডে পুলিশের বিভিন্ন বাহিনীর পাশাপাশি স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও অংশ নেয়। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের সুসজ্জিত ট্যাবলো প্রদর্শিত হয়, যেখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতার ছবি তুলে ধরা হয়।
