শিলিগুড়ি, ২৬ জানুয়ারিঃ ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও মহিলা দ্বারা পরিচালিত একমাত্র শিলিগুড়ি টাউন স্টেশনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালন করা হল প্রজাতন্ত্র দিবস।
ত্রিরঙা বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয় গোটা স্টেশন চত্বর।এদিন পতাকা উত্তোলন করেন স্টেশন ম্যানেজার প্রতিমা দে, এরিয়া ম্যানেজার আসিফ অলি সহ স্টেশনের মহিলা কর্মীরা।
জানা গিয়েছে, রাজ্যের একমাত্র মহিলা দ্বারা পরিচালিত স্টেশনের তকমাও পেয়েছে শিলিগুড়ির এই ঐতির্যবাহী টাউন স্টেশন।২৪ ঘন্টা মহিলারাই এই স্টেশনে কর্মরত রয়েছেন।তাই সেই দক্ষ মহিলা কর্মীদের প্রজাতন্ত্র দিবসে সংবর্ধনা প্রদান করলো রেল দপ্তর।এদিন ১০ জন মহিলা কর্মীকে স্মারক ও গাছের চারা দিয়ে সংবর্ধিত করেন আধিকারিকেরা।