কোচবিহার,২৬ জানুয়ারিঃ সারা দেশের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন সংগঠনের তরফে পালিত হল প্রজাতন্ত্র দিবস।
এদিন কোচবিহার জেলা প্রশাসনের তরফে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭১ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয় । ঠিক সকাল নটা বেজে পাঁচ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান । তারপর গান স্যালুট ও কুচকাওয়াজে অংশগ্রহণ করেন জেলা পুলিশের ব্যাটেলিয়ান ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা । এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পের ট্যাবলো প্রদর্শন করা হয়।
এদিকে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনা জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি।এছাড়াও ফালাকাটা অখিল ভারতীয় বিদ্যার্থি পরিষদের উদ্যোগে তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়।তেরঙ্গা যাত্রাটি ফালাকাটা মিল রোড এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফালাকাটা স্টেশন সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।
জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান।সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করে জলপাইগুড়ি জেলা শাসক অভিষেক তিওয়ারি। জেলা শাসকের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অভিষেক মোদি। জেলা পুলিশ ব্যান্ডের, জেলার পুলিশ বাহিনী ও জেলার বিভিন্ন স্কুল ও কলেজের এনসিসি ছাত্রছাত্রীরা এই প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষথেকে বিভিন্ন ধরনের ট্যাবলো প্রদর্শনী করা হয়।