শিলিগুড়ি, ১৬ মেঃ রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ উঠল শিলিগুড়ি পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ডের গুরুংবস্তির ৪ নম্বর রেশন ডিলারের বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দা বাপী দে এর অভিযোগ, রেশন কার্ড অনুযায়ী তার ৭ কিলো চাল পাওয়ার কথা।কিন্তু ওই রেশন ডিলার মদন শাহ তাকে ৫ কিলো চাল দেন।এরপরই ঘটনার প্রতিবাদ করায় রেশন ডিলার ও তার ছেলে অমিত শাহ ও দোকানের কর্মীরা তাকে মারধর শুরু করে।
এরপর স্থানীয়দের নিয়ে প্রধাননগর থানায় ঘটনার অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।
এই বিষয়ে রেশন ডিলার মদন শাহ বলেন, তাদের অভিযোগ সম্পুর্ণ ভিত্তিহীন।বাপী দে তার প্রাপ্য চালের থেকে ১০ কিলো চাল দাবী করেন।এই নিয়েই বিবাদ শুরু হয়।সেইসময় বাপী দে প্রথমে তার ছেলের ওপর হাত তুলেছিলেন।সেই সময়ই তার কানে আঘাত লাগে।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।