শিলিগুড়ি, ২৫ এপ্রিলঃ শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ক্ষুদিরাম কলোনিতে পঞ্চনই নদী থেকে পুরোনো রকেট লঞ্চার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এলাকায় এক বাচ্চা নদীতে মাছ ধরছিল।সেইসময় রকেট লঞ্চারটি দেখতে পায় সে।এরপর স্থানীয়রা প্রধাননগর থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।অন্যদিকে বোম্ব স্কোয়াড টিমও ঘটনাস্থলে পৌঁছায়।
তদন্তে জানা যায়, এটি আর্মির রকেট লঞ্চার।এটিকে মোটর সেলও বলা হয়।বর্তমানে রকেট লঞ্চারটি সুরক্ষিত স্থানে রাখা হয়েছে।পাশাপাশি গোটা বিষয়টি আর্মি আধিকারিকদের জানানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

