কোচবিহার, ২৬ এপ্রিলঃ তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে আজ তুফানগঞ্জ ক্রীড়া সংস্থার মাঠে রাত্রিযাপন করবেন অভিষেক বন্দোপাধ্যায়।তার আগেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দলবেঁধে ইস্তফা দিলেন ৩২ তৃণমূল নেতা।তুফানগঞ্জ-১ নম্বর ব্লকের ধলপল-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
জানা গিয়েছে, দলে থেকেও পুরনো কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না দলের বিরুদ্ধে এই অভিযোগ তুলে অসন্তোষের জেরে গণইস্তফা দিয়েছেন ৩২ জন পদাধিকারী।তাদের মধ্যে রয়েছেন বুথ সভাপতি, অঞ্চল সাধারণ সম্পাদক ও ব্লক কমিটির সদস্যরা।অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জেলা সফরের মধ্যেই এই ইস্তফা ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
এদিকে তৃণমূলের গণ ইস্তফা নিয়ে কটাক্ষ করেন বিজেপির মন্ডল সভাপতি যুগল কিশোর দাস।তিনি বলেন, তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
