রাজগঞ্জ,৫ মেঃ ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতে রেশনের কুপন নিতে প্রচুর মানুষের ভিড়।আজ সকাল থেকে প্রচুর মানুষ কুপন নিতে লাইনে দাঁড়ান।এদিকে সামাজিক দূরত্ব না মেনেই লাইনে দাঁড়ান মানুষ।পরিস্থিতি সামলাতে গিয়ে হিমশিম খেতে হয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং পুলিশকে।
উল্লেখ্য, মঙ্গলবার থেকে রেশন কার্ডের আবেদনকারীদের বারকোড দেখে রেশনের কুপন দেওয়া শুরু হয়েছে।খাদ্য সরবরাহ দপ্তরের রাজগঞ্জের চিফ ইন্সপেক্টর পুরন লোহার বলেন, আবেদনের ভিত্তিতে যেসব উপভোক্তাদের রেশন কার্ড তৈরি হয়ে গিয়েছে কিন্তু ছাপার অভাবে উপভোক্তাদের হাতে রেশন কার্ড পৌঁছায়নি, তারা যাতে সরকারের বরাদ্দ খাদ্যসামগ্রী থেকে বঞ্চিত না হয়, সেই উদ্দেশ্যে কুপন দেওয়া হচ্ছে।রাজগঞ্জ ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।