শিলিগুড়ি, ১০ ডিসেম্বরঃ মহানন্দা নদীর ধারে সূর্যসেন পার্কের পেছনে গেটের কাছে ময়লার স্তুপ থেকে উদ্ধার হল এক শিশুর দেহ। ঘটনার খবর পেয়ে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়। এরপর ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্কে খেলতে থাকা এক শিশু প্রথমে আবর্জনার স্তুপে পড়ে থাকা শিশুকে দেখতে পেয়ে অন্যান্যদের জানায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, শিশুর বয়স প্রায় দু’ থেকে আড়াই মাস হবে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।
