শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ আরজি করের ঘটনায় মৃত চিকিৎসকের আজ জন্মদিন।ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হলেও প্রকৃত দোষীরা অধরা।প্রকৃত দোষীদের গ্রেফতার ও অভয়ার ন্যায় বিচারের দাবিতে শিলিগুড়িতে মিছিল করল এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লিউএ ও বস্তি সংগঠন।
এদিন শিলিগুড়িতে মিছিল করে অভয়ার ন্যায় বিচারের দাবি জানান সংগঠনের সদস্যরা।সংগঠনের পক্ষ থেকে ডঃ সুবর্ণ গোস্বামী বলেন, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মৃত তরুণী চিকিৎসকের আজ জন্মদিন।তাই ফের একবার ন্যায় বিচারের দাবিতে সকলে সামিল হয়েছি।যারা আসল দোষী তাদের পুলিশ গ্রেফতার করেছে না।যারা রাস্তায় নেমে আন্দোলন করছে তাদের বিভিন্ন সময়ে হেনস্থা করা হচ্ছে।