‘আরজি কর কান্ড থেকে নজর ঘোরাতে চাইছেন মুখ্যমন্ত্রী’- শিলিগুড়িতে এসে মন্তব্য সুকান্ত মজুমদারের

শিলিগুড়ি, ২৩ সেপ্টেম্বরঃ রাজ্যের বন্যা পরিস্থিতি ও ডিভিসি থেকে রাজ্যের দুই প্রতিনিধির পদত্যাগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।


সোমবার সকালে এনজেপি স্টেশনে নামেন সুকান্ত মজুমদার।শিলিগুড়ি সহ অন্যান্য জায়গায় একাধিক কর্মসূচি রয়েছে তার।

এদিন এনজেপি স্টেশনে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে রাজ্যেকে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার।তিনি বলেন, রাজ্যের বন্যা কবলিত এলাকায় মুখ্যমন্ত্রী বারবার গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অবাঞ্ছিত মন্তব্য করে আরজি কর কান্ড থেকে নজর ঘোরাতে চাইছেন।তবে বিজেপি সবসময় বন্যা দুর্গতদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে চলেছে।


পাশাপাশি আরজি কর কান্ড নিয়ে তিনি বলেন, আরজি করের ঘটনায় সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছে।তাতে দোষীদের সন্ধান করতে খরকাঠ পোড়াতে  হচ্ছে সিবিআইকে।তবে দোষীরা শাস্তি পাবে  তা একপ্রকার নিশ্চিত।

অন্যদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে থ্রেট কালচার সরব হন সুকান্ত মজুমদার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *