নিউজ ডেস্কঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় আদালতের রায়ে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ সাজার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।তার এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার।ইতিমধ্যে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।
সোমবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, আরজি করের জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আদালতের রায় দেখে আমি সত্যিই মর্মাহত।আমরা এই মামলায় মৃত্যুদন্ড চাই।হাইকোর্টে আসামির মৃত্যুদন্ডের আবেদন করবো বলে জানিয়েছিলেন।সেইমত আজ হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার।